কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার সদরের পিএম খালীর ইউনিয়নের ছনখোলা থেকে জবাই করা এক যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে) সকালে সদর মডেল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে। এ ঘটনায় তার সাথে থাকা এক সঙ্গীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছে পুলিশ।
নিহত মো. কায়ছার (২৫) সদরের খুরুশকুল ইউনিয়নের কাওয়ারপাড়া গ্রামের আবু তৈয়বের ছেলে। কায়ছারের সাথে থাকা তার বন্ধু রিয়াজকে পুলিশ থানায় এনেছে।
নিহত কায়ছরের চাচা আবুল কালাম জানান, সোমবার (১১ মে) রাতে কায়ছার পিএমখালীর ছোনখলা নানার বাড়িতে যায়। রাতে সে খুরুশকুলের বাড়িতে ফিরে আসার পথে ৪-৫ জনের একদল লোকের হামলার শিকার হয়। এঘটনার বর্ণনা দেয় কায়ছারের সাথে থাকা তার বন্ধু রিয়াজ। রিয়াজ পুলিশকে জানায় হামলার সময় আব্দুল করিম নামের একজনকে চিনেছে। হামলাকারিরা কায়ছারকে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ সময় রিয়াজকে পিটিয়ে তাড়িয়ে দেয়া হয় বলে উল্লেখ করে সে। পুলিশ জিজ্ঞাসাবাদ করতে রিয়াজকে থানায় নিয়ে আসে।
এদিকে, মঙ্গলবার সকালে ছোনখোলার গোলিক্যার ঘোনায় ধান ক্ষেতে জবাই করা মরদেহ দেখে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
খুরুশকুলের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, এটা জঘন্য হত্যাকাণ্ড। খবর পেয়ে হাসপাতালের মর্গে নিহত কায়ছারের লাশ দেখে ঘাতকদের গ্রেফতারের দাবি জানান তিনি।
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান গলাকাটা মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েছি বছরখানেক আগে নিহত কায়ছারের সাথে নানার বাড়ির এলাকার কয়েক যুবকের বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধের জেরে কায়ছার ৮০ হাজার টাকা দন্ডও পরিশোধ করেছিল। ধারনা করা হচ্ছে ঐ বিরোধের সুত্র ধরেই এ হত্যার ঘটনা হতে পারে। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
বাংলাদারা/এফএস/টিএম/এএ












