কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার পৌরসভার দক্ষিণ টেকপাড়ার একটি বাসাবাড়ি থেকে অর্ধশত বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে অভিযান চালানো হয়। আটক ইউছুফ আলী (৫৯) লক্ষীপুর সদরের ৫নং ইউনিয়ন পার্বতীপুর মতলবপুর আটিয়াবাড়ীর মৃত মোহাম্মদ উল্ল্যার ছেলে। তিনি দক্ষিণ টেকপাড়ার প্রফেসর আনোয়ার হোসেনের বাসার ভাড়াটিয়া।
আটক ইউছুফ আলী কক্সবাজার শহরের হাসপাতাল সড়ক সংলগ্ন জাহাঙ্গীর মেস, শাহ মজিদিয়া হোটেলসহ বেশ কয়েকটি খাবার হোটেলে দীর্ঘদিন লাকড়িসহ নিত্যপণ্য আনা-নেওয়া করতো। ফাঁকে রিকশাও চালাতো। এসবের আড়ালে মাদক ব্যবসার খবরে স্থানীয়রা বিস্মিত হয়েছে।
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, মো. ইউছুফ আলীর বাসায় মাদক মজুদের খবরে অভিযান চালানো হয়। অভিযানকালে ফেনসিডিলের একটি পুটলাসহ তাকে ঘটনাস্থল হতে আটক করা হয়।
এ ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন সোমেন মন্ডল।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













