২৫ অক্টোবর ২০২৫

কক্সবাজারে বিপুল পরিমাণ কাঠসহ ডাম্পার জব্দ

জেলা প্রতিনিধি, কক্সবাজার»

কক্সবাজার উত্তর বনবিভাগের বিশেষ টহল দল অভিযান চালিয়ে শহরের হলিডে মোড় থেকে বিপুল পরিমাণ জ্বালানী কাঠসহ একটি ডাম্পার জব্দ করেছে।

রবিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিশেষ টহলদলের ওসি একেএম আতা এলাহীর নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। অভিযানে ১৫০ ঘনফুট গোল কাঠ জব্দ করে গাড়িসহ রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার উত্তর বনবিভাগের সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও বিশেষ টহল দলের ওসি একেএম আতা এলাহী  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালানো হয়। বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার’র নির্দেশনায় বন ও কাঠ রক্ষায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা(ডিএফও) আনোয়ার হোসেন সরকার বলেন, জব্দ করা কাঠ ডাম্পারসহ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। সরকারি বনভূমি উদ্ধার, বনজসম্পদ রক্ষার্থে সজাগের পাশাপাশি নিয়মিত টহলের মাধ্যমে বনদস্যুদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি। বন সংরক্ষণ এবং বন অপরাধ দমনে কক্সবাজার উত্তর বনবিভাগকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান নতুন এ ডিএফও।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন