কক্সবাজার প্রতিনিধি »
রক্তদানসহ নানা আয়োজনে কক্সবাজারে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিট। ১৮২৮ সালের ৮ মে রেড ক্রস’র প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্মগ্রহণ করেন। এই মহান ব্যক্তিকে শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর তার জন্মদিনটিকে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারা বিশ্বে উদযাপন করা হয়। এ উপলক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিট স্বেচ্ছায় রক্তদানসহ নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও গুরুত্ব সহকারে স্বাস্থ্যবিধি মেনে দিবস উদযাপন করেছে।
দিবস উপলক্ষে কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিট সেক্রেটারি খোরশেদ আলমের নেতৃত্বে যুব স্বেচ্ছাসেবক, ইউনিট কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কক্সবাজার জেলায় কর্মরত বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। তারপর বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে যুব সদস্য মোহাম্মদ আবদুল্লাহ্ সঞ্চালনায় ইউনিট সেক্রেটারীর সভাপতিত্বে দিবসটির গুরুত্ব ও তাৎপর্যের উপর ভিত্তি করে আলোচনা সভা ও কেক কাটা হয়।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ও পপুলেশন মুভমেন্ট অপারেশন এর হেড অব অপারেশন এম.এ. হালিম, সোসাইটির উপ-পরিচালক আকরাম আলী খান রানা, আইএফআরসি’র হেড অব সাব ডেলিগেট মি. হরিচন্দন ঋষিকেশ, ইউনিট কার্যনির্বাহী সদস্য শহীদুল আলম বাহাদুর, উপজেলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের, ইউনিট লেভেল অফিসার আজরু উদ্দিন সাফদার। যুব স্বেচ্ছাসেবকদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরুন জান্নাত নিসা, আবু হানিফ।
বক্তাগণ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ৭টি মূলনীতির আলোকে কিভাবে বিপদাপন্ন ও দুর্গত মানুষদের চাহিদামাফিক সেবা নিশ্চিত করা যায়, সোসাইটির দক্ষ ও প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকগণ নিজেদের মানবিকতার জায়গাটা কিভাবে আরো প্রসার করে অসহায় ও বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়াতে পারে, কর্মীরা কিভাবে সোসাইটির দীর্ঘদিনের সুনাম ধরে রাখার লক্ষ্যে কাজ করতে পারে সামগ্রিক বিষয় উপস্থাপন ও আলোচনা করেন।
প্রতিষ্ঠানটির মূলনীতি-বিশেষত মানবতার মর্মকতা। আন্তর্জাতিক মানবিক আচরণবিধির বার্তা হলো সাহায্য সহযোগিতা পাওয়া দুর্গত ও বিপদাপন্ন মানুষের অধিকার; কোনভাবে তা দয়া প্রদর্শন নয়। বিপদাপন্ন মানুষের পাশে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবক ও কর্মীরা সহানুভূতি দিয়েই সহযোগিতা করে যাচ্ছে।
দিবসের শেষভাগে কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকদের উদ্যোগে কক্সবাজার সদর হাসপাতালে দরিদ্র অসহায় রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
পরিশেষে সবাই মিলে একত্রে এই পৃথিবীকে আরও সুরক্ষিত এবং শান্তিপূর্ণ হিসেবে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি ও চেষ্টায় অপ্রতিরোধ্য হিসেবে কাজ করতে ইউনিটের সকল যুব স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাদের প্রতি আহবান জানান সেক্রেটারি খোরশেদ আলম।













