কক্সবাজার প্রতিনিধি»
কক্সবাজারের উখিয়ায় বায়তুশ শরফ মাদ্রাসা নামের একটি হেফজখানা থেকে তুলে নিয়ে ছাত্র মোহাম্মদ আরাফাত (৯) কে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পারিবারিক বিরোধের জেরে হেফজখানার বহিস্কৃত ছাত্র রিফাত ধারালো বঁটির কোপে এ হত্যাকান্ডটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) আনুমানিক রাত ৯টার দিকে উপজেলার জালিয়াপালংয়ের সোনাইছড়ির বায়তুশ শরফ মাদ্রাসার হেফজখানায় এ ঘটনা ঘটে।
নিহত আরাফাত জালিয়াপালং দক্ষিণ সোনাইছড়ি এলাকার টমটম ড্রাইভার মো. হাছন আলীর ছেলে। এ ঘটনায় ঘাতক শিক্ষার্থী রিফাত পালাতক রয়েছে। সে একই এলাকার সিএনজি ড্রাইভার আলমগীরের ছেলে। এঘটনায় পুলিশ আলমগীরকে আটক করেছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ঘাতক রিফাত নিহত আরাফাতকে মুখ চেপে ধরে মাদ্রাসা থেকে তুলে নিয়ে গলায় ধারালো বঁটি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
পরে খোঁজাখুঁজি করে পাশ্ববর্তী ঝোঁপে আরাফাতকে গুরুতর রক্তাক্ত অবস্থায় দেখে দ্রুত উদ্ধার কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০ টার দিকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের গলায় কয়েকটি ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে জানিয়েছেন চিকিৎসকেরা।
প্রতিবেশীরা জানান- নিহত ছাত্র আরফাতের পরিবারের সাথে রিফাতের পরিবারের মধ্যে ঝগড়া-বিবাদ ছিল। এ ছাড়াও বখাটেপনার কারণে রিফাতকে ২ বছর আগে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার কথাও জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, ঘাতক রিফাতকে গ্রেফতারের অভিযান চলছে।
বাংলাধারা/এফএস/এফএস













