কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১ জুলাই) দিনগত রাত সোয়া একটায় ইউপির ৯নং ওয়ার্ডের উল্টাখালীতে এ ঘটনা ঘটে।
নিহত আজিজুল হক ( ২৭) ভারুয়াখালী এলাকার আব্দুর রহিমের ছেলে।
তবে কে বা কারা খুন করেছে এখনো জানা সম্ভব হয়নি। কিন্তু স্থানীয়দের দাবি, আজিজুল হকের একটি সন্ত্রাসী গ্রুপ ছিল। তার প্রতিপক্ষরাই এ ঘটনা ঘটিয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।













