৭ নভেম্বর ২০২৫

কক্সবাজারে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কালুরঘাটে টেম্পুচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর বাকঁখালী

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ জুলাই) দিনগত রাত সোয়া একটায় ইউপির ৯নং ওয়ার্ডের উল্টাখালীতে এ ঘটনা ঘটে।

নিহত আজিজুল হক ( ২৭) ভারুয়াখালী এলাকার আব্দুর রহিমের ছেলে।

তবে কে বা কারা খুন করেছে এখনো জানা সম্ভব হয়নি। কিন্তু স্থানীয়দের দাবি, আজিজুল হকের একটি সন্ত্রাসী গ্রুপ ছিল। তার প্রতিপক্ষরাই এ ঘটনা ঘটিয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ