৩০ অক্টোবর ২০২৫

কক্সবাজারে রোহিঙ্গাসহ ৬ ছিনতাইকারী আটক

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজার পৌর শহরের বাজারঘাটা এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গাসহ ৬ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১৫। এসময় তাদের কাছ থেকে অত্যাধুনিক ছুরিসহ মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়।

শনিবার (৯ এপ্রিল) দিনগত মধ্যরাতে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) এএসপি মো. বিল্লাল উদ্দিন।

আটকরা হলো— উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ এর ব্লক-এ৯ এর নুর ইসলামের ছেলে দীন মোহাম্মদ (১৮), কক্সবাজার পৌরসভার ১নম্বর ওয়ার্ড সমিতিপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে গিয়াস উদ্দিন (২১), মৃত জাকির হোসেনের ছেলে রমজান আলী (৩০), ২ নম্বর ওয়ার্ড নুনিয়ারছরার মৃ মনির আহমেদের ছেলে মনজুর আলম (২৮), ৪ নম্বর ওয়ার্ডের টেকপাড়ার বাসিন্দা মৃত শাহজাহানের ছেলে মো. সোহেল (৩২) ও ১২ নম্বর ওয়ার্ডের লাইটহাউজ ফাতেরঘোনা এলাকার আবু তালেবের ছেলে সাইফুল বাপ্পি (২৬)।

এএসপি মো. বিল্লাল উদ্দিন জানান, শনিবার দিনগত রাত ১২টার দিকে র‌্যাব-১৫ জানতে পারে, কক্সবাজার পৌরসভাস্থ বাজারঘাটা এলাকায় কিছু অপরাধী চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করতে অবস্থান করছে। তাৎক্ষণিক একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন ব্যক্তি পলায়নের চেষ্টা করে। ধাওয়া দিয়ে উল্লেখিত ছয়জনকে আটক করে।

তিনি আরও জানান, আটককৃতদের উক্ত স্থানে অবস্থানের কারণ জিজ্ঞাসা করলে তারা সদুত্তোর দিতে ব্যর্থ হয়। তাদের দেহ তল্লাশি করে ৩টি ছুরি ও ১টি চাকু উদ্ধার করা হয়। সূত্রে জানিয়েছে, তারা সকলেই পেশাদার ছিনতাইকারী এবং নিজেরা ছুরি, চাকু (অস্ত্র) রেখে শহরের বিভিন্ন এলাকায় লোকজনকে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাতের মাধ্যেমে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আসছে।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

আরও পড়ুন