২৯ অক্টোবর ২০২৫

কক্সবাজারে সপ্তাহব্যাপী পর্যটন মেলা, পক্ষকালব্যাপী ডিসকাউন্ট

কক্সবাজার প্রতিনিধি »

উদ্দীপনায় বিশ্ব পর্যটন দিবস উদযাপন করার উদ্যোগ নিয়েছে কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্টরা। দিবসকে সামনে রেখে কক্সবাজারে মেলা, সী ফুড ফেস্টিভ্যালসহ নানান জমকালো আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সাথে পর্যটন দিবস উপলক্ষ্যে ১৫ দিনের জন্য পর্যটকদের আবাসিক ও খাবার হোটেলে থাকবে বিশাল ডিসকাউন্ট।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে জেলা প্রশাসনের এক সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

লাবণী পয়েন্ট সমুদ্র সৈকতের বীচ ম্যানেজম্যান্ট কমিটির গোলঘরে অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার নির্বাহী কর্মকতা তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমেদ, ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার চৌধুরী মিজান্জ্জুামান, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল, বিভীষণ কান্তি দাশ, হোটেল মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার প্রমুখ।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ানের সঞ্চালনায় এতে ট্যুরস অপারেটর এসোসিয়েশন, রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এডিসি (রাজস্ব) আমিন আল পারভেজ জানান, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ৭ দিনের পর্যটন মেলার আয়োজন হচ্ছে। থাকছে সী ফুড ফেস্টিভ্যালসহ নানান জমকালো আয়োজন। মেলায় রাখাইন নৃগোষ্ঠী ও স্থানীয়দের সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি থাকবে দেশের খ্যাতনামা ব্যান্ডদল ও শিল্পীর পরিবেশনা। সেই সাথে থাকবে সামুদ্রিক খাবারের উৎসব এবং ২৭ সেপ্টেম্বর থেকে আগত পর্যটকদের জন্যে খাবার ও আবাসিক হোটেলে বিশাল ছাড় ঘোষণার কথা দিয়েছেন হোটেল ও রেস্তোরা মালিকরা। ১৫ দিনব্যাপী এ ডিসকাউন্ট চলমান থাকবে।

আরও পড়ুন