২৩ অক্টোবর ২০২৫

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ দুই

কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসলে নেমে প্রাণ হারিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী। এখনও খোঁজ মিলছে না তার দুই সহপাঠীর।

মঙ্গলবার (৮ জুলাই) সকালবেলা এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী কে এম সাদমান রহমান সাবাব। তার বাড়ি ঢাকার মিরপুরে। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন বগুড়ার অরিত্র হাসান ও আসিফ আহমেদ। তিনজনই শহিদ মো. ফরহাদ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, পরীক্ষা শেষে চার বন্ধু ঘুরতে যান কক্সবাজারে। সকালবেলা তিনজন হিমছড়ি সৈকতে গোসল করতে নামেন। একপর্যায়ে স্রোতের টানে তারা তলিয়ে যান। স্থানীয় জেলে ও ফায়ার সার্ভিসের সহায়তায় সাবাবের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও অরিত্র ও আসিফ এখনও নিখোঁজ।

চবি সহকারী প্রক্টর সাঈদ বিন কামাল চৌধুরী জানান, পানিতে নেমে ছবি তুলতে তুলতে তারা একটু গভীরে চলে যান। হঠাৎ বড় ঢেউ এসে তাদের টেনে নিয়ে যায়। তাদের আরেক বন্ধু ফারহান তীরে থাকায় নিরাপদ ছিল।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভাগের পক্ষ থেকে একটি টিম কক্সবাজার পাঠানো হয়েছে। উদ্ধার কাজে সহায়তা করছে স্থানীয় প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিস। নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান চলছে।

 

বাংলাধারা/এফইএমএফ

আরও পড়ুন