প্রতি বছরের ন্যায় এবারও পথশিশু, হকার, সার্ফার ও সৈকতের পরিছন্নতা কর্মীদের পাশে দাঁড়িয়েছে তারকা হোটেল ‘সায়মন বিচ’ রিসোর্ট। এসব মানুষের মাঝে তারা তুলে দিয়েছে ঈদ উপহার।
সোমবার (২৫ মার্চ) বিকেলে সায়মন বিচ রিসোর্টের সামনে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহারের ছিল চাল, ডাল, চিনি, সেমাই, আটা, লবণ, সয়াবিন তেল, মুড়ি, চিড়া, আলু, পেয়াজ, রওসুন, আদা ও দুধ।
পথশিশু, হকার, সার্ফার ও সৈকতের পরিছন্নতা কর্মীসহ আড়াই শতাধিক মানুষের মাঝে এসব উপহার তুলেদেন ‘সায়মন বিচ’ রিসোর্টের পরিচালক মো. সাবেদ উর রহমান। উপহার সামগ্রী বিতরণের পাশাপাশি জেলার সকল পেশার সুধীজনদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করা হয়। শহরের বাহারছরায় পুরোনো সায়মনের স্থানে নতুন রূপে যাত্রা করা ‘সায়মন হেরিটেজে’ সব শ্রেণীপেশার মানুষের মিলন ঘটে এ আয়োজনে।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ সদর আসনের এমপি সাইমুম সরোয়ার কমল, ‘সায়মন বিচ’ রিসোর্টের ও সায়মন হ্যারিটেজের ক্লাস্টার জেনারেল ম্যানেজার পুবুদু ফারনান্দাে, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইয়ামিন হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ ইকবালসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।












