জেলা প্রতিনিধি, কক্সবাজার»
কক্সবাজার শহরে অভিযান চালিয়ে সন্ত্রাসী মুন্না বাহিনী প্রধান মুন্নাসহ ২৬ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবী আটককৃতরা ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এদের মধ্যে সন্ত্রাসী মুন্নার বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
মুন্না শহরের বাঁচামিয়ারঘোনা এলাকার আব্দুল খালেকের ছেলে। শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার মো.রফিকুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বৃহস্পতিবার দিনগত রাত হতে শুক্রবার ভোর পর্যন্ত জেলা পুলিশের চারটি টিম কক্সবাজার শহরের কাটা পাহাড়, আমতলী পাহাড়, মাটিয়াতলী পাহাড়, পোলাইন্না কাটা পাহাড়ি এলাকায় অভিযান চালায়। ওই সময় ১৯ মামলার আসামী মুন্নাসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী এক নলা বন্দুক, ১রাউন্ড রাবার কার্তুজ ও ৭টি অত্যাধুনিক টিপ ছোরা উদ্ধার করা হয় বলে দাবি করেন অতিরিক্তি পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরন করা হয়েছে।













