কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার উত্তর বনবিভাগের স্পেশাল টিম পৃথক অভিযান চালিয়ে ৩২০ ঘনফুট বনজ কাঠসহ দুইটি ডাম্পার ও মিনি পিকআপ জব্দ করেছে। বুধবার (১২ জানুয়ারি) ভোররাতে কক্সনাজারের ঈদগাঁওর কালিরছরা বাজার ও চকরিয়ার ফাঁসিয়াখালী এবং ডুলাহাজারা এলাকায় এসব অভিযান চালানো হয়।
অভিযানে কালিরছড়া বাজার এলাকা হতে ১২০ ঘনফুট পাহাড়ি মূল্যবান, চকরিয়ার ফাঁসিয়াখালী থেকে ১০০ ঘনফুট আকাশমনি এবং ডুলহাজারা থেকে ১০০ ঘনফুট চিরাইকাঠ জব্দ করা হয়েছে। চোরাই কাঠ বহনের দায়ে একটি ডাম্বার ও একটি পিক-আপ জব্দ করে কাঠসহ গাড়ী দুইটি ফাঁসিয়াখালী রেঞ্জ হেফাজতে রয়েছে।
কক্সবাজার উত্তর বনবিভাগের স্পেশাল টিমের ওসি ও শহর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী বলেন, রাতের আধাঁরে কাঠ পাচারের খবর পেয়ে বনকর্মীদের সহযোগিতায় পৃথক পৃথক অভিযান চালানো হয়। এতে প্রায় ৩২০ ঘনফুট অবৈধ জ্বালানি, আকাশমনি এবং বিভিন্ন চিরাই কাঠ জব্দ করা সম্ভব হয়েছে। জব্দ করা কাঠের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার বলেন, বনবিভাগ বনভূমি জবরদখল, অবৈধ কাঠ পাচার এবং পাহাড় কাটার বিরুদ্ধে সতর্ক দৃষ্টি রয়েছে। এরপর লোকবল সংকটের কারণে সবসময় সবখানে টহল সম্ভব হয় না। সেই সুযোগে কাঠ চোর চক্র কাঠ পাচারের চেষ্টা চালায়। কিন্তু খবর পেলেই হানা দেয় স্পেশাল টিম। গতরাতেও পৃথক অভিযানে কাঠ ও যানবাহন জব্দ হয়েছে। এ ঘটনায় বন আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। সরকারি সম্পদ রক্ষার্থে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।













