বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী মাস্ক পড়ে ডিউটি করছেন। হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে চীন থেকে আসা যাত্রীদের করা হচ্ছে স্ক্যানিং। তবে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত কেউ শনাক্ত হয়নি। সম্ভাব্য আক্রমণ ঠেকাতে কঠোর ব্যবস্থা নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পদ্মাসেতুসহ চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন প্রকল্পে কাজ করা চীনের নাগরিককে স্বদেশে যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
জানা গেছে, চীনের রহস্যময় ‘করোনা’ নামে এক নতুন ভাইরাস ছড়িয়ে পড়ার পর সতর্কতা হিসেবে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বিদেশ থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং করতে প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম। চীন থেকে আসা এবং চীন ট্রানজিট যাত্রীকেই বিশেষ গুরুত্ব দিয়েই স্ক্রিনিং করা হচ্ছে।
এদিকে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কর্মরত চীনা কর্মীদের দেশে আসা-যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা ছুটিতে চীনে আছেন, আপাতত তাদের কেউ বাংলাদেশে ফিরতে পারবেন না। আর যারা প্রকল্প এলাকায় আছেন তাদের কেউ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চীনে ফেরত যেতে পারবেন না।
এরই মধ্যে পদ্মা সেতু প্রকল্প, চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল প্রকল্প, কক্সবাজারের মগনামা প্রকল্প, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি, মিরসরাই ইকোনমিক জোন, বাঁশখালী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন মেগা প্রকল্পের এই বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গত ২০ জানুয়ারি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সরওয়ার ই জামান বলেছিলেন, শাহ আমানত বিমানবন্দরে সর্তকতা জারি করা হয়েছে। নতুন ভাইরাসকে নিয়ে আমরাও পূর্ব সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। তবে গত এক সপ্তাহে কোন ধরনের ভাইরাস বহনকারী যাত্রী শনাক্ত হয়নি।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, ‘চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন পোস্টার লাগানো হয়েছে। সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষদের। ইনফ্রারেড থার্মোমিটার দিয়েই যাত্রীর তাপমাত্রা নির্ণয় করা হচ্ছে। তবে এখনও কোন যাত্রীর গায়ে অতিরিক্ত তাপমাত্রা ধরা পড়েনি। করোনাভাইরাস নিয়ে বিচলিত না হয়ে আরও বেশি সচেতনতার প্রতি গুরুত্ব দেন তিনি।
পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান আবদুল কাদের তাদের প্রকল্পের চীনা কর্মীদের বিষয়ে এমন নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত নই। তবে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা খুব সতর্ক অবস্থায় আছি যেন কোনও ঝামেলা না হয়। চীনারা যারা দেশে গেছে তাদের আসতে দেওয়া হচ্ছে না। আর বাংলাদেশ থেকে কেউ যাচ্ছে না।’
বাংলাধারা/এফএস/টিএম
				












