কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশস্থ চায়না এম্বাসির মিনিস্টার-কাউন্সিলর এন্ড ডেপুটি চীফ অব মিশন ইয়াং হোয়ালং। সোমবার (২৯ আগস্ট) বিকেলে চায়না এম্বাসির মিনিস্টার-কাউন্সিলর ইয়াং হোয়ালং পৌর ভবনে পৌঁছলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান।
এরপর তিনি প্রথমে মেয়রকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ডেপুটি চীফ অব মিশন।
পরে কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে প্রতিনিধি দল। সাক্ষাতকালে কক্সবাজার পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্পসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এসময় কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম, সিসিইসিসি বাংলাদেশ ব্রাঞ্চের জেনারেল ম্যানেজার কে চাংলিয়াং, কক্সবাজার এয়ারপোর্ট রানওয়ে এক্সটেনশন প্রজেক্টের কনট্রাক্ট ম্যানেজার জেং চেংলং, এম্বাসি অব চায়নার পলিটিক্যাল সেকশন পেং এটাচে, কক্সবাজার এয়ারপোর্ট রানওয়ে এক্সটেনশন প্রজেক্টের কোর্ডিনেটর ইন্জিয়ার মোশাররফ হোসাইনসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।













