চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বুধবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১০ জন নিহত ও আরও ৬ জন আহত হয়েছেন। মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী একটি মাইক্রোবাস ও চট্টগ্রামমুখী রিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও দুজন মারা যান।
লোহাগাড়া থানার অপারেশন অফিসার মোহাম্মদ জাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
টানা তিন দিনে একই এলাকায় তিনটি দুর্ঘটনা
এর আগে, ঈদের দিন (৩১ মার্চ) সকালে চুনতি এলাকায় বাস ও মিনিবাসের সংঘর্ষে ৫ জন নিহত ও ৬ জন আহত হন। পরদিন (১ এপ্রিল) একই স্থানে দুটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ৮ জন আহত হন।
এ নিয়ে গত তিন দিনে চুনতি এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। স্থানীয়রা মহাসড়কে অতিরিক্ত গতির যানবাহন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
এআরই/বাংলাধারা












