২৩ অক্টোবর ২০২৫

কক্সবাজার লাইট হাউস কটেজ জোনে অভিযানে ৪৮ তরুণ-তরুণী আটক

পর্যটন নগরী কক্সবাজারের লাইট হাউস এলাকার কটেজ জোনে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৪৮ তরুণ-তরুণীকে আটক করেছে জেলা পুলিশ।

শনিবার (১৪ জুন) দিবাগত রাত ১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (এডিপিএস) জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই লাইট হাউস এলাকার কটেজ জোনের কিছু হোটেলে অসামাজিক কর্মকাণ্ড চলে আসছিল। স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ৩৮ জন তরুণ ও ১০ জন তরুণীকে আটক করে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শফিক বলেন, “আমরা বহুদিন ধরে এলাকাটি নিয়ে উদ্বিগ্ন ছিলাম। প্রশাসনের এই পদক্ষেপে আমরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছি।”

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, “লাইট হাউস এলাকার কটেজ জোনে অসামাজিক কার্যকলাপের অভিযোগ দীর্ঘদিনের। অভিযান চালিয়ে ৪৮ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

অভিযানের সময় পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত ছিল। স্থানীয়দের উপস্থিতিতেও পুরো অভিযানটি পরিচালিত হয় বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের যাচাই-বাছাই করে যাদের বিরুদ্ধে প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন