কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার শহরে ঝুঁকিপূর্ণ চিহ্নিত হবার পরও উপরের দিকে বর্ধন করা ভবন ভেঙ্গে দিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।
বুধবার (২ অক্টোবর) বেলা ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে এ ভাঙ্গন অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কউক চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদের নেতৃত্বে শহরের পানবাজার সড়কের মনজুর প্লাজায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
কউক সূত্র জানায়, পানবাজার সড়কের হাজী মনজুরের মালিকানাধীন ঝুকিপূর্ণ ভবনটি ৪র্থ তলার নির্মাণ কাজ করছিলেন মালিক পক্ষ। এটি জেনে ইতোপূর্বে তাকে ঝুকিপূর্ণ ভবনের নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বিভিন্ন ধারার নোটিশ প্রদান করা হয়। এসব নোটিশ গায়ে না মেখে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। বুধবার মোবাইল কোর্ট চালিয়ে উক্ত ঝুঁকিপূর্ণ ভবনের নির্মিতব্য কিছু অংশ ভেঙ্গে দেয়া হয়। নিরাপত্তার স্বার্থে উক্ত ভবনের দোকান মালিকদেরকে আগামী এক মাসের মধ্যে দোকান ছেড়ে দেয়ার জন্য বলা হয়।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ বলেন, কউক সৃষ্টির আগে যা হয়েছে তা পরিবর্তন করা অসাধ্য। কিন্তু বর্তমানে পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে কউকের অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/এএ













