১৬ ডিসেম্বর ২০২৫

কক্সবাজার শহরে ৩০ হাজার ইয়াবা, নগদ টাকা ও চেকবইসহ দুইজন আটক

কক্সবাজার প্রতিনিধি  »

কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের নতুন ফিশারিপাড়া এলাকা থেকে ৩০ হাজার ইয়াবাসহ দুই জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন-র‌্যাব। এসময় নগদ টাকা, ব্যাংকের চেকবইও জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে অভিযানটি চালানো হয় বলে জানিয়েছে র‌্যাব।

আটকরা হলেন, কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন নাপ্পাঞ্জাপাড়ার বদরুজ্জামানের ছেলে আমিনুর রশীদ (৪০) ও রামুর জোয়ারিয়ানালা ৪ নং ওয়ার্ডের নুনাছড়ির এনতাজ আহম্মদের ছেলে এবাদুল হক (২৮)।

আটক এবাদুল হক নতুন ফিশারিপাড়ার বদিউল আলম প্রকাশ বদুরা’র ম্যানেজার। তবে, অভিযান চলা কালেই কৌশলপ সটকে পড়ে বদিউল আলম প্রকাশ বদুরা।

শুক্রবার রাত পৌনে ১২ টার দিকে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী অভিযানের কথা জানিয়ে তথ্য বিবরণী দিয়েছেন।

তিনি জানান, নতুন ফিশারিপাড়া বাইতুল নুর জামে মসজিদের উত্তর পাশের গলিতে ইয়াবা লেনদেনের জন্য কয়েকজন অবস্থান করছে জেনে অভিযান চালানো হয়। এ সময় দুইজনকে ৩০ হাজার ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের কাছ থেকে নগদ ৪৮ হাজার টাকা ও ব্যাংকের তিনটি চেকবই উদ্ধার করা হয়েছে। আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও থানায় হস্তান্তর করা হবে বলে জানান মো. আবু সালাম চৌধুরী।

নতুন ফিশারিপাড়ার বাসিন্দারা জানিয়েছে, বদিউল আলম প্রকাশ বদুরা ব্যবসার আড়ালে মাদক কারবারের সাথে জড়িত। আটক ম্যানেজার এবাদুল হক তার একান্ত সহযোগী। আমিন ও এবাদুল হককে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সব রহস্য বেরিয়ে আসবে।

ইয়াবার চালানের সাথে আরো কারা জড়িত তা তদন্তপূর্বক ব্যবস্থা নিতে বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয়রা।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ