৩১ অক্টোবর ২০২৫

কক্সবাজার সীমান্তের মিয়ানমার অভ্যন্তরে মর্টারশেল ও ভারী গোলাগুলির শব্দ; এপারে সতর্কতা

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তের মিয়ানমারের ওপারে থেমে থেমে মর্টারশেল ও ভারী গোলাগুলি শব্দ হচ্ছে। বুধবার (২২ নভেম্বর) বিকাল ৫টা থেকে হোয়াইক্যং ও উখিয়া ইউনিয়নের সীমান্তে ওপার থেকে মর্টারশেল ও ভারী গুলির শব্দ ভেসে আসছে। রাত ৮টা পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ এসেছে বলে জানিয়েছেন হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের মেম্বার সিরাজুল মোস্তফা লালু।

মেম্বার লালু বলেন, আমার বসত ঘর সীমান্তের প্রায় কাছাকাছি। সীমান্তের কাছে আমার চিংড়ি ঘের রয়েছে। বুধবার (আজ) বিকাল ৫টা থেকে মিয়ানমার ওপারে থেমে থেমে মর্টারশেল ও ভারী গুলির শব্দে ভয়ে চিংড়ি ঘের থেকে চলে এসেছি আমরা। গত বছরও এমন সময় মিয়ানমার ওপারে এমন ঘটনা ঘটেছিল।

তিনি আরো বলেন, আমরা সীমান্তের কাছের মানুষ, এমন ঘটনায় আমরা ভয়ে থাকি।সীমান্তের কাছে বসবাসকারী লোকজনের মাঝে দেখা দিয়েছে এক ধরনের আতঙ্ক। এ পর্যন্ত কয়েকশয়ের ওপরে ভারী অস্ত্রের ফায়ারের শব্দে ও ১০-১২ টি মর্টারশেলের বিকট শব্দ শোনা গেছে। রাত সোয়া ৮টাতেও থেমে থেমে ফায়ার হচ্ছে।

স্থানীয় আমির হোসাইন নামের এক জেলে বলেন, সীমান্তের পাশে থাকা চিংড়ি ঘেরে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। বুধবারও গিয়েছিলাম, তখন মিয়ানমার ওপার থেকে থেমে থেমে বিকট ও ভারী গুলির শব্দের ভয়ে মাছ না ধরে চলে এসেছি। গোলাগুলির এ ঘটনা মিয়ানমারের মংডু থানার মৌলভী বাজার, নাইচদং পাড়া,কোমরখালী ও তুমব্রু সহ আশাপাশের গ্রাম গুলোতে হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, টেকনাফ সীমান্তের কাছাকাছি মিয়ানমারের ওপারে গোলাগুলির ঘটনাটি আমরাও শুনেছি।তবে এ ঘটনায় ভয়ের কোন কারন নেই। সেটি মিয়ানমারের অভ্যন্তরের ঘটনা। সীমান্তে বসবাসকারীদের সর্তক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ওপারে গোলাগুলির শব্দ আমরাও শুনেছি। এটা ওনাদের (মিয়ানমার) আভ্যন্তরীণ বিষয়। এতে আমাদের আতংকর হওয়ার কারণ নেই। আমরা সন্তর্পণে রয়েছি।

আরও পড়ুন