২৪ অক্টোবর ২০২৫

কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

বাংলাধারা ডেস্ক »

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভেসে গিয়ে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৌনিক মকবুল (২২) মারা গেছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সৈকতের সী-গার্ল পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত তৌনিক মকবুল ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মইনুদ্দিন আহমেদ বলেন, ‘বুধবার দুপুরে সৈকতে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে যান তিনি। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন