১৭ ডিসেম্বর ২০২৫

কক্সবাজার সৈকতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি  »

কক্সবাজার সমুদ্রসৈকতের কবিতা চত্বর পয়েন্ট  গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর স্কুলছাত্র ইসরার হাসনাইন আবরার (১৫)’র মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ জুন) বেলা ১১ টার দিকে সৈকতের শৈবাল পয়েন্টে তার মরদেহ ভেসে আসলে তা উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত বিপুল চদ্র দে।

ইসরার আবরার কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র এবং শহরের গোলদিঘীর পাড় এলাকার আমান উল্লাহ’র ছেলে।

রবিবার (২৭ জুন) সকালের দিকে সাগরপাড়ে খেলতে গিয়ে পানিতে ভেসে যাওয়া বন্ধুকে বাঁচাতে ঝাপিয়ে পড়ে নিজেই নিখোঁজ হয় আবরার। 

ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, রবিবার  সকালে  আবরারসহ ১৪ জন বন্ধু সাগরতীরের বালিয়াড়িতে খেলতে নামে। এক পর্যায়ে আবরারসহ দুই বন্ধু সৈকতে গোসল করতে নামে। এর মধ্যে স্রোতের টানে আবরারের বন্ধু কামরুল ভেসে যায়। তাকে বাঁচাতে যায় আবরার। 

পরে সৈকতে দায়িত্ব পালন করা লাইভ গার্ডের কর্মীরা আবরারের সহপাঠী কামরুল হাসানকে উদ্ধার করতে পারলেও আবরারকে উদ্ধার করা যায়নি। সোমবার (আজ) বেলা ১১ টার দিকে সাগরতীরের শৈবাল পয়েন্টে ভেসে আসলে তার মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ