১৬ ডিসেম্বর ২০২৫

কঠোর লকডাউনে পোশাক শিল্প কারখানা খোলা রাখায় বিজিএমইএ’র কৃতজ্ঞতা প্রকাশ

বাংলাধারা ডেস্ক  »

সারাদেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধে পহেলা জুলাই থেকে কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে পোশাক শিল্প কারখানা খোলা রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিজিএমইএ।

বিজিএমইএ’র পক্ষ থেকে প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামসহ পরিচালনা পর্ষদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সৈয়দ নজরুল ইসলাম জীবন জীবিকার প্রয়োজনে সরকারের এ সিদ্ধান্তের ফলে একদিকে অর্থনীতি সচল রাখার পাশাপাশি করোনার বর্তমান ক্রমবর্ধমান সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চালু রাখার স্বার্থে শ্রমিকদের যাতায়াত নির্বিঘ্ন করাসহ বিজিএমইএ-কে সার্বিক সহযোগীতার জন্য চট্টগ্রামের পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

আশার কথা যে, তৈরী পোশাক শিল্প সরকারের নির্দেশনা মোতাবেক করোনার প্রথম ঢেউ থেকেই স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালনপূর্বক কার্যক্রম পরিচালনা করছে বলে তিনি উল্লেখ করেন। বিজিএমইএ সকল পোশাক শিল্প প্রতিষ্ঠানকে সরকারের নির্দেশনা ও স্বাস্থ্য প্রটোকল যথাযথভাবে প্রতিপালন করার জন্য প্রতিনিয়ত জোর তাগিদ দিয়ে যাচ্ছেন। এ’ বিষয়ে বিজিএমইএ’র মনিটরিং টীম পূর্বেকার ন্যায় নিয়মিতভাবে কারখানা পরিদর্শন করছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ