লোহাগাড়া প্রতিনিধি >>>
মহামারী করোনা ভাইরাস অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় দেশব্যাপী ‘কঠোর লকডাউন’ আরোপ করেছে সরকার।
বুধবার (২১ এপ্রিল) লকডাউনের অষ্টম দিন চলছে। এইদিন চট্টগ্রামের লোহাগাড়ায় স্বাস্থ্যবিধি অমান্য করে দোকানপাট খোলা রাখা এবং মাস্ক না পরার কারণে ৪৭ টি মামলায় ১ লাখ ৩০ হাজার ৮০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আহসান হাবীব জিতু এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আহসান হাবীব জিতু বলেন, ‘বুধবার সকাল ১১টা থেকে বেলা ৩ টা পর্যন্ত উপজেলার আমিরাবাদ ষ্টেশন এবং আধুনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বাস্থ্যবিধি অমান্য করে দোকানপাট খোলা রাখা এবং মাস্ক না পরার কারণে ৪৭ টি মামলায় ১ লাখ ৩০ হাজার ৮০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।’
বাংলাধারা/এফএস/এআই













