বাংলাধারা প্রতিবেদক »
বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় বিভিন্ন সংস্থার সমন্বয়ে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
রোববার দুপুর আড়াইটায় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) বদিউল আলমকে কমিটির প্রধান করা হয়। কমিটির বাকি ছয় সদস্য হলেন ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, জেলা পুলিশ, বিস্ফোরক পরিদপ্তর, শিল্প ও কারখানা অধিদপ্তর, বিএম কনটেইনার ডিপো কতৃপক্ষের প্রতিনিধি। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম বলতে পারেননি জেলা প্রশাসক।
কমিটিকে আগামী তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।













