বাংলাধারা প্রতিবেদন »
সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত কবি ও নজরুল গবেষক নুর আল আলম আর নেই।
শনিবার (১৬ জুলাই) রাত ১১টার সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থার শেষ নিশ্বাস ত্যাগ করেন।
রবিবার (১৭ জুলাই) বিকেল ৫টায় মিরসরাই উপজেলার হাদিফকিরহাট বাজারস্থ স্কুল প্রাঙ্গণে তাার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১৪ জুলাই দুপুরে হাদিফকিরহাট বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় উল্টোদিক থেকে আসা দ্রুতগামী জোনাকি পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি গুরুত্বর আহত হন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম কবিতা পরিষদ ও হাইকু সোসাইটি।