৩০ অক্টোবর ২০২৫

কবি হেলাল হাফিজ কবিতার এক বিপ্লবী ফেরিওয়ালা

বাংলাধারা ডেস্ক »

সময় তখন উত্তাল! রাজধানীর রাজপথে এমন কি অলি-গলিতে, জনে-জনে, মনে-মনে একটাই উচ্চারণ স্বৈরাচার নিপাত যাক। তেমনি উত্তপ্ত বিপ্লবের মুখে দুটি পঙক্তি যেন অগ্নিশিখার মত জ্বলে উঠলো। সেই আগুন অতি দ্রুততায় ছড়িয়ে পড়ল সারাদেশের মাঠে ময়দানে, পাঠক, লেখক এমনকি গণ-মানুষের মননে। 

‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়` কবিতাপ্রেমী ও সাধারণ পাঠকের মুখে উচ্চারিত এই পঙক্তিটি। সেদিনের সেই তরুণটি হয়ত ভাবতেও পারেননি এ দুটো পঙক্তি দিয়েই বাংলা সাহিত্যে তার স্থান পাকাপোক্ত করে নিয়েছে। কালক্রমে সেই তরুণ পরিণত হলেন ষাটের দশকের একজন প্রধান কবি হিসেবে। 

সেই দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজের ৭৩তম জন্মদিন আজ।

১৯৪৮ সালে নেত্রকোনায় জন্মগ্রহণ করেন তিনি। নেত্রকোনা শহরে কেটেছে কবির শৈশব,  কৈশোর ও প্রথম যৌবন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র তিনি। ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের সময় রচিত ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ কবিতাটি তাকে কবিখ্যাতি এনে দেয়। ১৯৮৬ সালে প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’। গত ডিসেম্বরে প্রকাশ হয় ৩৪টি কবিতা নিয়ে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘বেদনাকে বলেছি কেঁদো না’। ২০১৪ সালে বাংলা একাডেমি পুরস্কার পান কবি হেলাল হাফিজ।

বাংলাধারা/এফএস/ইরা 

আরও পড়ুন