৩ নভেম্বর ২০২৫

কমছে পানি মিলছে লাশ, লোহাগাড়ায় আরও ২ লাশ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যা পানি স্রোতে নিখোঁজ আরো দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ( ১০ অগাস্ট) সকালে উপজেলা আমিরাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শাহ আলম খান পাড়া সংলগ্ন রোড়ের নন্ধখাল এলাকা থেকে একজনের ও চিববাড়ি আজিজ মেম্বারের ব্রিকফিলের পাশে অপরজনের লাশটি যায়।

লাশ উদ্ধার হওয়া দুজন হলেন- আমিরাবাদ জলিল নগর এলাকার প্রবাসী সামশুল ইসলামের পুত্র কলেজের ছাত্র মো. সাকবি ( ২০)। অপরজন আমিরাবাদ চট্টলা পাড়ার বাসিন্দা মৃত রহিম বকসুর পুত্র অটো চালক আবদুল মাবুদ (৫০) ।

আমিরবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইউনুচ বাংলাধাকে জানান, গত ৮ আগস্ট বেলা ৩ টার দিকে নিজ এলাকা থেকে সাকিবসহ ৪ বন্ধু মিলে পানি দেখতে বের হন। রেললাইন হয়ে হেঁটে তারা শাহ আলম খান সড়ক এলাকায় আসেন।

সেখান থেকে তারা ডুবন্ত সড়ক দিয়ে যাবার সময় পানির স্রোতে তলিয়ে যায়। এ সময় আশপাশের লোকজনের সহায়তায় অপর তিন বন্ধুকে উদ্ধার করা হলেও সাকিবকে পাওয়া যায়নি। গতকাল সেনাবাহিনীর অভিযানও সন্ধান মেলেনি। আজ সকালে পানি কমে গেলে লাশ ভাস দেখে স্থানীয়রা।

অপরদিকে গত দু`দিন পুর্বে বন্যার পানির স্রোতে আবদুল মাবুদ নিখোঁজ হয়েছিল বলে জানান তার পরিবারের স্বজনেরা। আজ সকালে চিববাড়ি আজিজ মেম্বারের ব্রিকফিলের পাশে তার লাশ পাওয়া যায় বলে বাংলাধারাকে জানান স্থানীয় বাসিন্দা মাহি।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল ইসলাম বাংলাধারাকে জানান, বন্যা পানি স্রোতে নিখোঁজ আর দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে খবর পেয়েছি।

আরও পড়ুন