২৪ অক্টোবর ২০২৫

কম দামে চোরাই মোবাইল কিনে বেশি দামে বিক্রি করেন তারা

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোড ও তামাকুমন্ডি লেন থেকে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চোরাই ২৮টি মোবাইল উদ্ধার করা হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয়েছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবীর গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার স্টেশন রোডের ৭ নং বাসার পার্কিং এলাকায় এসআই মো. মেহেদী হাসান অভিযান পরিচালনা করেন। এ সময় আব্দুর রহিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল জব্দ করা হয়। পরে রহিমকে জিজ্ঞাসাবাদে সে জানায়, বিভিন্ন মোবাইল চোরদের কাছ থেকে কম দামে সে মোবাইল কিনে মিজানুর রহমান রিপন নামে একজনের কাছে বেশি দামে বিক্রি করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানার তামাকুমন্ডি লেন হাসিন টাওয়ারের রুবাইয়া ট্রেডার্স নামক দোকান থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২৩টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

এই ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। রহিম ও মিজানুরের বিরুদ্ধে একটি করে মামলা আদালতে বিচারাধীন আছে বলেও জানান ওসি।

আরও পড়ুন