বাংলাধারা প্রতিবেদন »
মেয়র এম রেজাউল করিম চৌধুরীকে কটূক্তি করায় করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি মো. নুরুল আবছারকে চসিকে এসে করজোড়ে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত মেয়র ও কাউন্সিলররা।
রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তারা এসব কথা বলেন।
সমাবেশে ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম বলেন, আমরা কেউই সুরক্ষার আন্দোলনে দিচ্ছি না। মেয়রের বিরুদ্ধে যে কটূক্তি করেছেন তার প্রতিবাদ জানাতে এসেছি। বিভিন্ন জায়গায় করদাতাদের কথা শুনি আমরা। কিন্তু মেয়রকে কটূক্তি করা মানে চট্টগ্রামবাসীকে কটূক্তি করা। মেয়র বার্তা দিয়েছেন- কর বেশি হলে আপিল করতে। সর্বোচ্চ ছাড় দিয়ে কর নির্ধারণ করা হবে।
সমাবেশে অন্যান্য কাউন্সিলররা তাদের বক্তব্যে বলেন, জনগণের বাইরে না আমরা। কর সহনীয় পর্যায়ে আনতে আমরাও কথা বলেছি৷ যৌক্তিক আন্দোলন করবেন। কুরুচিপূর্ণ বক্তব্য কাম্য নয়। আপিল বোর্ড আছে। সর্বোচ্চ ছাড় দিয়ে কর নির্ধারণ করা হবে। সত্তর লাখ মানুষের চট্টগ্রামে জনপ্রতিনিধি আছে। তাদের সুরক্ষা আমরা দেব। জনগণকে বিভ্রান্ত করবেন না। আর যদি কটূক্তি করেন জবাব দেওয়া হবে।
এসময় বক্তব্য দেন কাউন্সিলর জহর লাল হাজারী, হাসান মাহমুদ হাসনী, গোলাম মো. জোবায়ের, নাজমুল হক ডিউক, শৈবাল দাশ সুমন, মোরশেদ আলম, সাহেদ ইকবাল বাবু প্রমুখ।













