বাংলাধারা প্রতিবেদন »
‘করুণা করে হলে চিঠি দিও, খামে ভরে তুলে দিও আঙুলের মিহিন সেলাই ভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও, এটুকু সামান্য দাবি চিঠি দিও।’
কবিতা পেজ আয়োজিত ‘করুণা করে হলেও, চিঠি দিও, মিথ্যা করে হলেও বোলো ভালোবাসি’ এ শিরোনামে একটি হাতে লেখা চিঠি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে যে কেউ। দেশ-বিদেশের সবাই নিজের চিঠি পাঠিয়ে দিতে পারবে কুরিয়ারে এবং ইমেইলে।
শর্তাবলি :
১. চিঠির ভাষা অবশ্যই বাংলা মাধ্যমে হতে হবে।
২. চিঠি লেখকের পূর্ণাঙ্গ ঠিকানা ও ফোন নাম্বার উল্লেখ থাকতে হবে।
৩. একজন একের অধিক চিঠি পাঠাতে পারবেন না।
৪. চিঠির ভাষা অবশ্যই পরিমার্জিত, সাবলিল হতে হবে।
৫. চিঠি অবশ্যই আগামী ৩০ মার্চ ২০২০ খ্রিস্টাব্দের মধ্যে পৌছাতে হবে।
চিঠি পাঠানোর ঠিকানা :
১. কুরিয়ারে প্রাপক জাকিয়া সুলতানা জ্যোতি, কুষ্টিয়া মেডিকেল কলেজ, সুন্দরবন কুরিয়ার সার্ভিস। ফোন : ০১৭৮২৯৩৭৬৯৭ ২
ইমেইলে Kobitaofficial2018@gmail.com আপনার পূর্ণ নাম, ঠিকানা লেখতে হবে। বাংলাদেশের বাইরে থেকে পাঠাতে চাইলে ইমেইল প্রযোজ্য হবে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













