১০ ডিসেম্বর ২০২৫

করুণা সেবা ফাউন্ডেশন’র ‘বাঁচতে চাই, বাঁচতে দিন’

বাংলাধারা প্রতিবেদন » 

মহামারি করোনার এই দুঃসময়ে চট্টগ্রাম নগরজুড়ে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া শ্বাসকষ্টের রোগীদের প্রয়োজনে এগিয়ে এসেছে সেবামূলক সংগঠন ‘করুণা সেবা ফাউন্ডেশন অব নিউইয়র্ক’। বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার, পালস অক্সিমিটার, সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড স্প্রে মেশিন, থার্মোমিটার, ডায়বেটিস মেশিনসহ আরো অন্যান্য সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে এই সংগঠনটি।

‘বাঁচতে চাই, বাঁচতে দিন, দান করুন অক্সিজেন’ এই স্লোগানকে সামনে রেখে ২০ জুন থেকে এই সেবা চলু করা হয়। করোনা প্রাদুর্ভাবের এ মহাসংকটে মানবতার সেবক হয়ে এগিয়ে এসেছেন ‘করুণা সেবা ফাউন্ডেশন অব নিউইয়র্ক’র প্রতিষ্ঠাতা ভদন্ত মুদিতা রত্ন থেরো ও সংগঠনের সমন্বয়কারী ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু।

শ্বাসকষ্টের রোগীদের সেবার চাইলেই তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংগঠনের বিশেষ টিম।জরুরি সেবার জন্য ফোন করা যাবে। যোগাযোগ- সুজন বড়ুয়া- ০১৮৩৪৮৭২৭০৬, বিজন বড়ুয়া- ০১৮৩৫৯২৩৩০৮, সৌগত বড়ুয়া- ০১৮১৭২০৩৬৫৫।

উক্ত টিমের তত্ত্বাবধানে আছেন বাংলাদেশ কলেজ-ইউনিভার্সিটি বুড্ডিস্ট স্টুডেন্টস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজন বড়ুয়া ও সহ-সভাপতি বিজন বড়ুয়া।

একজন টেকনিশিয়ান ১০ জন স্বেচ্ছাসেবক দিয়ে বিনামূল্যের এ সেবা চালু করা হয়েছে। ক্রমান্বয়ে এতে অন্যান্য সুযোগ সুবিধার সমন্বয় ঘটানো হবে। সেচ্ছাসেবক টিমে রয়েছেন জয়ন্ত বড়ুয়া, ড্যানি বড়ুয়া, সৌরভ বড়ুয়া, জয় বড়ুয়া, সৌগত বড়ুয়া, প্রান্ত বড়ুয়া, হৃদয় দাশ, প্রাঙ্গন বড়ুয়া, জিতু বড়ুয়া, জয়তু বড়ুয়া।

বাংলাদেশ কলেজ-ইউনিভার্সিটি বুড্ডিস্ট স্টুডেন্টস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিজন বড়ুয়া বলেন, পৃথিবীতে প্রাপ্তির ব্যাখা বিভিন্ন রকম। আমাদের করুণা সেবা ফাউন্ডেশনের প্রাপ্তি আপনাদের নিরাপদ নিঃশ্বাস। এই মহামারির সংকটকালের প্রয়োজনীয়তাকে মাথায় রেখে কোন আনুষ্ঠানিকতা ছাড়াই আমরা সেবা প্রদান শুরু করেছি। মানবিক কর্মীদের উৎসাহ প্রদান ও ফাউন্ডেশনকে পরিবারে রুপান্তরিত করার জন্য নগরীর চারটি বিহার ও অস্থায়ী কার্যালয়ে প্রায় (২০) বিশটি অক্সিজেন সরবরাহ করা হয়েছে। যারা এর কার্যক্রমের সাথে থেকে সময়, শ্রম ও আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন তাদেরকে সংগঠন ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবা জানাচ্ছি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন