৩ নভেম্বর ২০২৫

করোনার দ্বিতীয় ঢেউ: আনোয়ারায় দশ দিনে শণাক্ত ৩৩, আক্রান্তের হার ২৬%

আনোয়ারা প্রতিনিধি  »

আনোয়ারা উপজেলায় করোণার দ্বিতীয় ঢেউয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোণা রোগীর সংখ্যা। গত দশ দিনে ৩৩ জন শণাক্ত হয়েছে। পরীক্ষা করেছেন ১২৭ জন। আক্রান্তের হার শতকরা ২৬ ভাগ। তবে আক্রান্তদের মধ্যে জোরালো কোনো উপসর্গ নেই বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা যায়, করোণার দ্বিতীয় ঢেউয়ে আনোয়ারার পরিস্থিতি এখনো স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ বিধি নিষেধ না মানলে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে বলে মন্তব্য করেছেন সচেতন মহল।

হাসপাতাল সূত্রে জানা যায়, আনোয়ারায় ক্রমশ বাড়ছে করোণা আক্রান্তের সংখ্যা। প্রতিদিন গড়ে ১৩ জন মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে করোেণা টেস্টেও জন্য আসছেন। গত ১০ দিনে ১২৭ জন পরীক্ষা করে ৩৩ জন করোণা পজেটিভ হয়েছে। তবে এবারের শণাক্তদের মধ্যে তেমন জটিল উপসর্গ নেই। ফলে এখনো পর্যন্ত হাসপাতালে কেউ আইসোলেশনের জন্য ভর্তি হয়নি। করোণা পজেটিভ রোগীরা সবাই নিজ নিজ বাড়িতেই অবস্থান কওে চিকিৎসা নিচ্ছেন।

সূত্র জানায়, গত বছর করোণা রোগীর্দে জন্য ভ’মিমন্ত্রী সাইফুজ্জামানের নিজস্ব অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ শয্যার সেন্ট্রাল অক্সিজেন স্থাপন করেছে। তবে গেল বছর করোণা পনিস্থিতি কমে আসায় সেই সেন্টাল অক্সিজেন সমৃদ্ধ আইসোলেসন সেন্টার তেমন ব্যবহার করতে হয়নি। বর্তমানে আনোয়ারায় করোণা রোগীর সংখ্যা ধীরে ধীরে বেড়ে যাওয়ায় সেগুলো আবারো প্রস্তুও রাখা হয়েছে। হাসপাতালের ১২ শয্যাসহ মোট ৩২ শয্যার আইসোলেসন সেন্টার প্রস্তুত রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জফর মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, দেশবাসীদের মাঝে করোনা সচেতনতা বাড়াতে হবে। যথযথভাবে সুরক্ষা সামগ্রী পরিধান করতে হবে। তাহলেই করোণার বিস্তার রোধ করা সম্ভব হবে। তিনি বলেন, যারা করোণার প্রথম টিকা দিলেন তাদের মোবাইলে মেসেজ গেলে তারা যেন দ্বিতীয় ডোজ দিয়ে যান। মেসেজ না আসলে ভীড় করার দরকার নাই।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ