১৭ ডিসেম্বর ২০২৫

করোনাকালে রাঙ্গুনিয়ায় ১৬ জনের দাফন ও সৎকারে গাউসিয়া কমিটি

রাঙ্গুনিয়া প্রতিনিধি  »

করোনাকালে রাঙ্গুনিয়ায় ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের ১ এপ্রিল পর্যন্ত ১৫ জন দাফন ও ১জনকে সৎকার করেছেন গাউছিয়া কমিটি বাংলাদেশ।

বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত আবদুদ সালামের ছেলে হাজী নুরুল ইসলাম কোম্পানী।

যোহরের পর মরহুমের গ্রামের বাড়িতে দাফন-কাফন সম্পন্ন করেন গাউছিয়া কমিটি রাঙ্গুনিয়া উপজেলার একটি স্বেচ্ছাসেবী টীম।

গাউছিয়া কমিটি চট্টগ্রাম উত্তর জেলার ভারপ্রাপ্ত সভাপতি জমির উদ্দিন মাস্টার বলেন, রাঙ্গুনিয়া উপজেলার হাজী নুরুল ইসলাম নামের একজন করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম শহরে মারা গেছেন। এ বিষয়ে আজ সকালে অবহিত করেন গাউছিয়া কমিটির যুগ্ম মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতেয়ার। যোহরের পর রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ছম্পাথলী গ্রামের বাড়িতে মরহুমের লাশ আসলে গাউছিয়া কমিটির নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবীরা এ দাফন কার্যক্রম সফলভাবে পরিচালনা করেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ