২৬ অক্টোবর ২০২৫

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে আজ চালু হচ্ছে ট্রেসিং অ্যাপ

বাংলাধারা প্রতিবেদন »  

দেশে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ইতোমধ্যে মানুষের জীবন-জীবিকা ও দেশীয় অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউন শিথিল করেছে সরকার। তাছাড়া মানুষকে প্রয়োজনের তাগিদে ঘরের বাইরে যেতেই হচ্ছে। বর্তমান করোনা পরিস্থিতিতে আশেপাশের কেউই নিরাপদ নয়। এমনও হতে পারে একজন ব্যক্তি দেখতে সুস্থ, কিন্তু তিনি শরীরে করোনাভাইরাস বহন করে বেড়াচ্ছেন। তাই করোনা প্রতিরোধে সরকার আজ বৃহস্পতিবার চালু করতে যাচ্ছে কন্টাক্ট ট্রেসিং অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আশেপাশে করোনা সংক্রমিত কোন ব্যক্তি থাকলে স্মার্টফোনে সে বিষয়ে সতর্কবার্তা পাওয়া যাবে।

জানা যায়, কন্টাক্ট ট্রেসিং অ্যাপ ডাউনলোড করার পর স্মার্টফোনের লোকেশন এবং ব্লুটুথ অন রেখে বাড়ির বাইরে বের হলে এটি এক-দুই মিটারের মধ্যে যারা থাকবে তাদের হিস্ট্রিগুলো আমাদের ডাটাবেইসে পাঠাবে। কেউ যদি আক্রান্তের কাছাকাছি চলে যায় তাহলে সে স্মার্টফোনে অ্যালার্ট পাবে। তার সংস্পর্শে আসা ব্যক্তিরা যদি কয়েক দিন পরও করোনা পজিডিভ হয় তাহলেও স্মার্টফোন থেকে সতর্কবার্তা পাওয়া যাবে। সে ক্ষেত্রে ফোন করে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা ঘরে বসে করোনা পরীক্ষা, ভার্চুয়াল হাসপাতাল, হোয়াটসঅ্যাপ ও ভাইবার মেসেঞ্জার, কভিড-১৯ ট্র্যাকারসহ নানা ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছি। নাগরিকদের সুরক্ষায় কন্টাক্ট ট্রেসিং অ্যাপ নিয়ে আমরা বেশ কিছু দিন থেকে কাজ করছিলাম। অবশেষে আমরা এটি চালু করতে পেরেছি। বৃহস্পতিবার এর উদ্বোধন করা হবে।

অ্যাপটি গুগল প্লেস্টোর থেকে যেকোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডাউনলোড করা যাবে। এই অ্যাপটি তৈরি করতে আইসিটি বিভাগের নেতৃত্বে পাঁচটি সংস্থা কাজ করেছে। তথ্য-প্রযুক্তি বিভাগ, এটুআই, স্বাস্থ্য অধিদপ্তর, আইইডিসিআর, প্রযুক্তি পার্টনার হিসেবে সহজ ডিজিটাল সল্যুশনস কাজ করেছে।

ইসরায়েল, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং, রাশিয়া, সিঙ্গাপুরসহ ইউরোপের কয়েকটি দেশে এরই মধ্যে এটি চালু হয়েছে। লোকেশন ম্যাপ, কিউআর (কুইক রেসপন্স) কোড ফিচার ব্যবহার করে সুফল পাচ্ছে এসব দেশের নাগরিক। 

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন