৪ নভেম্বর ২০২৫

করোনামুক্ত হলেন চমেকের সহযোগী অধ্যাপক ডা. সামিরুল ইসলাম

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সামিরুল ইসলামের প্রথমবারের নমুনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল পাওয়া গেছে।

সোমবার (১ জুন) চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ডা. সামিরুলের অবস্থা আগের চেয়ে ভালো। তবে করোনার কারণে ফুসফুসের যে ক্ষতি হয়েছে তা থেকে সুস্থ হতে একটু সময় লাগবে। চিকিৎসা দেওয়ার পর প্রথমবার নমুনা পরীক্ষায় করা হয়। এতে নেগেটিভ ফলাফল আসে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন