২৬ অক্টোবর ২০২৫

করোনামুক্ত হয়ে অনুশীলনে নেইমার

বাংলাধারা ডেস্ক » 

করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। তারকা ফরোয়ার্ড নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্থ হয়ে ওঠার খবর জানিয়েছেন। ফরাসি ক্লাবের অনুশীলনেও যোগ দিয়েছেন তিনি।

সম্প্রতি পিএসজির এক ঝাঁক খেলোয়াড় কভিড-১৯ পজিটিভ হন। তাদের মধ্যে নেইমার ছিলেন অন্যতম।

নতুন মৌসুম শুরুর আগে ছুটি কাটাতে ইবিজায় গিয়েছিলেন পিএসজির বেশ কয়েকজন খেলোয়াড়। ছুটি কাটিয়ে প্যারিসে ফিরে অনেকেই করোনায় আক্রান্ত হওয়ার দুঃসংবাদ পান।

নেইমার ছাড়াও অ্যাঙ্গেল ডি মারিয়া, লিয়ান্দ্রো পারেদেস, মাউরো ইকার্দি, কেইলর নাভাস ও মারকিনিওস রয়েছেন এই তালিকায়। এদের সবাইকে আইসোলেশনে যেতে হয়েছে।

এদিকে নেইমাররা করোনা আক্রান্ত হওয়ায় পিএসজিকে চরম মূল্য দিয়ে হয়েছে এরই মধ্যে। লিগ ওয়ানে লঁসের বিপক্ষে হেরে মৌসুম শুরু হয়েছে দলটির।

বাংলাধারা/এফএস/ইরা 

আরও পড়ুন