২৪ অক্টোবর ২০২৫

করোনায় চট্টগ্রামে মৃত্যু ১, শনাক্ত ১০

চট্টগ্রামে ২০২৫ সালে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগীর মৃত্যু হয়েছে, আরও ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে ২০২৫ সালে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

মারা যাওয়া ব্যক্তি মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা ৭৫ বছর বয়সী শফিউল ইসলাম। তিনি মা ও শিশু জেনারেল হাসপাতালে কিডনি জটিলতা ও অপারেশনের পরবর্তী সমস্যার কারণে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে একাধিকবার ডায়ালাইসিস দেওয়া হয়। এরপর তার করোনা শনাক্ত হলে চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করে তিনি নিজ ইচ্ছায় হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২০টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৭ জন নগরীর বিভিন্ন এলাকার এবং ৩ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বেসরকারি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হলেও এদিন চারটি সরকারি ল্যাবে কোনো করোনা পরীক্ষা হয়নি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এ পর্যন্ত মোট ২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ২২ জন নগর এলাকার বাসিন্দা। সংক্রমণ ফের বাড়তে থাকায় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “করোনা প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। অপ্রয়োজনে বাইরে যাওয়া ও ভিড় এড়িয়ে চলার পাশাপাশি মাস্ক ব্যবহার ও হাত ধোয়ার অভ্যাস নিশ্চিত করতে হবে।”

বাংলাধারা/ এফইএমএফ

আরও পড়ুন