৩ নভেম্বর ২০২৫

করোনার উপসর্গ নিয়ে সিএমপি’র আরও এক সদস্যের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »  

করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক কনস্টেবল।

নিহত ওই কনস্টেবলের নাম মামুন মিয়া (২৮)। তিনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে কর্মরত ছিলেন।

জানা যায়, ২৬ মে তিনি সর্দি জ্বর নিয়ে চট্টগ্রামের বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে অবস্থার অবনতি হলে সোমবার সকালে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার দেহে করোনাভাইরাসের সংক্রমণ ছিল কি না তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিকী বলেন, মামুন মিয়া গত ২৬ মে সর্দি জ্বরে আক্রান্ত হন। তখন তাকে চট্টগ্রাম পুলিশ লাইনস্থ বিভাগীয় পুলিশ হাসপাতালের ফ্লু কর্নারে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এরই মধ্যে সোমবার সকালে তিনি অসুস্থবোধ করলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। পরে তার দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কি না?

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন