২৯ অক্টোবর ২০২৫

করোনার বৈরি হাওয়ায় বন্ধ হলো প্রবাসীর বিয়ে

মিরসরাই প্রতিনিধি »

মহামারি করোনাভাইরাসে সচেতনতা এবং প্রশাসনের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে মিরসরাইয়ে বিয়ে পিঁড়িতে বসতে যাওয়া প্রবাসী রুবেলের বিয়ে বন্ধ করে দিল পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকায় এ বিয়ে বন্ধ করে দেয় মিরসরাই থানা পুলিশ।

উপজেলার দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকার এনামুল হকের ছেলে রুবেল দুই মাস আগে ওমান থেকে এসেছিল। রুবেলের বিয়ের সব আয়োজন ঠিক ছিল। করোনা বৈরি হাওয়ায় অবশেষে ভেঙে গেল এ প্রবাসফেরতের বিয়ে।

মিরসরাই থানার ওসি ( তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ জানান, ৯৯৯ কল পেয়ে ওসি স্যারের নির্দেশে এস আই ইমরান সহ একটি টিম ঘটনাস্থলে গিয়ে আজ (বৃহস্পতিবার) একটি বিয়ে বন্ধ করে দেয় এবং করোনাভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে বিয়ে অনুষ্ঠান বন্ধ রাখতে সতর্ক করেন।

রুবেলে পিতা এনামুল হক বলেন, ছোট আকারে মসজিদে শুধু আকদ হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ এসে বন্ধ রাখতে নির্দেশ দিলে আর আকদ হয়নি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন