৮ ডিসেম্বর ২০২৫

করোনার মধ্যেই চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ছড়াচ্ছে, আরও ‍দুই রোগী শনাক্ত

বাংলাধারা প্রতিবেদন »

মহামারি করোনা ভাইরাসের মধ্যেই চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ছড়াচ্ছে। করোনার মতো ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে। নতুন করে দুই জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। যদিও এর আগে দুই ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছেন।

জানা যায়, চট্টগ্রাম নগরীর হালিশহর ও চন্দনপুরা এলাকার দুই বাসিন্দার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। যারা গত সপ্তাহে জ্বর নিয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

নতুন আরও দুই রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেছের হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রজত শংকর রায়।

তিনি বলেন, গত কয়েকদিন আগে নগরের চন্দনপুরা এলাকার ৬৩ বছরের এক বৃদ্ধ এবং হালিশহর এলাকার ২৮ বছর বয়সী এক নারী জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হন। পরে তাদের রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গু শনাক্ত হয়। এদের মধ্যে ওই নারী সুস্থ আছেন। কিন্তু বৃদ্ধের রক্তের প্লেটলেট কমে যাচ্ছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ