বাংলাধারা প্রতিবেদন »
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার অনুরোধে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার নমুনা পরীক্ষা হবে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে।
জানা যায়, চট্টগ্রামে করোনার হটস্পট হিসাবে চিহ্নিত সাতকানিয়া ও লোহাগাড়ার আরো বেশি মানুষের নমুনা যাতে পরীক্ষা করা যায় এবং চট্টগ্রামে নমুনা জট যাতে কমে আসে সেই লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, চট্টগ্রামে নমুনার জট বেশি লেগে থাকায় রিপোর্ট দিতে দেরি হচ্ছে। কক্সবাজারের ল্যাবে প্রেশার কিছুটা কম হওয়ায় সাতকানিয়া লোহাগাড়ার নমুনা কক্সবাজার ল্যাবে পরীক্ষার জন্য আমি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাথে কথা বলেছি। তিনি এই বিষয়ে সম্মতি জানিয়ে চট্টগ্রাম বিভাগীয় পরিচালককে(স্বাস্থ্য) প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
কক্সবাজার মেডিকেল কলেজ সূত্র জানা যায়, চট্টগ্রামে সাত শতাধিক স্যাম্পল জমে থাকায় সাতকানিয়া-লোহাগাড়ার নমুনা কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষা করার জন্য অনুরোধ করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













