২৫ অক্টোবর ২০২৫

করোনাশূন্য দিন দেখলো চট্টগ্রাম

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। অর্থাৎ নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার শূন্য। একই সময়ে করোনায় সংক্রমিত হয়ে কেউ মারা যাননি।

এর আগে সোমবার (১১ এপ্রিল) চট্টগ্রামে একজন করোনায় আক্রান্ত হয়েছিলেন। আজ মঙ্গলবার (১২ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

তথ্য অনুযায়ী যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একজনের করোনা শনাক্ত হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৩৪ জন। এর মধ্যে ৯২ হাজার ৯৬ জন নগরীর এবং ৩৪ হাজার ৫৩৮ জন উপজেলার। মোট মৃত্যু ১ হাজার ৩৬২। এর মধ্যে নগরীর ৭৩৪ জন এবং উপজেলার ৬২৮ জন।

আরও পড়ুন