বাংলাধারা প্রতিবেদন »
বর্তমানে করোনার অবস্থায় হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিট পুলিশিংয়ের সদস্যরা। বিটের আওতাধীন এলাকায় অসহায় মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন তারা ।
সোমবার (২০ এপ্রিল) পতেঙ্গায় ১২৯ নম্বর বিটে এ কার্যক্রম উদ্বোধন করেন পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া। উদ্বোধনের পর সামাজিক দূরত্ব বজায় রেখে কয়েকজনকে তাৎক্ষণিক খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। অন্যদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেবেন বিট পুলিশিংয়ের সদস্যরা।
পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, পতেঙ্গা থানার আওতায় সাতটি বিট রয়েছে। বিট পুলিশিংয়ের সদস্যরা নিজেদের ব্যক্তিগত উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবে। পতেঙ্গা থানার আওতায় সব বিটে এ কার্যক্রম পরিচালিত হবে।
তিনি আরোও বলেন, স্থানীয় বাসিন্দারা বলতে পারেন কারা আসলে কষ্টে আছেন। যেহেতু বিট পুলিশিংয়ের সদস্যরা এলাকার সব মানুষকে চিনেন তারা অসহায় মানুষদের খুঁজে বের করে তাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিবেন।
বাংলাধারা/এফএস/টিএম













