৩ নভেম্বর ২০২৫

করোনায় আক্রান্ত আড়াই লাখ ছাড়ালো; নতুন শনাক্ত ২৬৪৪

বাংলাধারা প্রতিবেদন >>

দেশে গত একদিনে ২ হাজার ৬৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথম করোনা শনাক্তের ১৬১ তম দিনে এসে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো দুই লাখ ৭৪ হাজার ৫২৫ জনে। সেই সাথে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা তিন হাজার ৬২৫ জনে পৌঁছালো।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৬টি ল্যাবে ১২ হাজার ৮৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৪১ হাজার ৬১৮টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১২ জন। এ নিয়ে দেশে মোট ১ লাখ ৫৭ হাজার ৬৩৫ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন