বাংলাধারা ডেস্ক »
সোমবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের করোনাভাইরাস পরীক্ষা। প্রথমদিনে ২৪ জন ক্রিকেটারের করোনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে ১৭ জন ক্রিকেটার ও ৭ জন সাপোর্টিং স্টাফ। ১৭ জনের মধ্যে জাতীয় দলের একজন ক্রিকেটার ও একজন সাপোর্টিং স্টাফ করোনা পজেটিভ হয়েছেন। করোনায় আক্রান্ত জাতীয় দলের ক্রিকেটার হচ্ছেন নবীন সাইফ হাসান।
করোনাভাইরাসের কারণে বিরতির পর শুরু হওয়া ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনে যোগ দিয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার সাইফ হাসান। শ্রীলঙ্কা সিরিজেও খেলার সম্ভাবনা ছিল সাইফের। হঠাৎ এই দুঃসংবাদে শ্রীলঙ্কার বিপক্ষে অনিশ্চিত হয়ে গেল সাইফের খেলা।
শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আগামী ২২ সেপ্টেম্বর তৃতীয় বারের মতো করোনা পরীক্ষা করানো হবে ক্রিকেটারদের। আগামী ২১ সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কা সফরের অনুশীলন শুরুর কথা রয়েছে। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছয়দিন অনুশীলনের পর আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ দল। আগামী ২৪ অক্টোবর লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরুর সম্ভাবনা আছে।
বাংলাধারা/এফএস/ইরা













