৪ নভেম্বর ২০২৫

করোনায় আক্রান্ত হলেন চমেকের দুই নারী চিকিৎসক

বাংলাধারা প্রতিবেদন »  

করোনায় আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে বন্দর নগরী চট্টগ্রামে আরও দুই নারী চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে।

করোনায় আক্রান্ত ওই দুই নারী চিকিৎসক হলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ৩৬ বছর বয়সী এক গাইনী বিশেষজ্ঞ ও ২৭ বছর বয়সী এক নারী চিকিৎসক রয়েছেন। 

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৬১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুইজন চিকিৎসক রয়েছেন।

এ পর্যন্ত চট্টগ্রামের ১৪ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হন বলে জানান তিনি।

তথ্যসূত্র : সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন