২৬ অক্টোবর ২০২৫

করোনায় আতঙ্ক নয়, চলুন আরো বেশি সচেতন হই

বাংলাধারা প্রতিবেদন »  

করোনাভাইরাসের থাবায় নিস্তব্ধ নগরীতে পরিণত হয়েছে বন্দর নগরী চট্টগ্রাম। সম্প্রতি নগরীর ওয়াসায় করোনা আক্রান্ত রোগীর অস্তিত্ব মেলায় রামপুরবাসীকে আতঙ্কিত না হয়ে আরো বেশি সচেতন হবার আহবান জানিয়েছেন ২৫ নং রামপুর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সবুর লিটন।

রোববার (৫ এপ্রিল) বিকালে বাংলাধারাকে তিনি এসব কথা জানান।

রামপুরবাসীকে উদ্দেশ্য করে আবদুস সবুর লিটন বলেন, সারাদেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৯ জন মারা গিয়েছেন এবং ৮৮ জন আক্রান্ত হয়েছেন। সম্প্রতি নগরীর ওয়াসায় একজন করোনা আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে। তাই আমি আপনাদের প্রতি আহবান জানাচ্ছি, আপনারা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। আগের চেয়ে আরো বেশি করে আপনাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে।

তিনি আরো বলেন, রামপুরবাসী আমার আত্মার সাথে মিশে আছে। আমি সব সময় তাদের পাশে থেকেছি, থাকবো। যখন যার যা কিছু প্রয়োজন আমাকে বলবেন, আমি সব সময় আপনাদের সাথে আছি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন