বাংলাধারা প্রতিবেদন »
করোনা ভাইরাসে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১১৪ জন। নমুনা পরীক্ষা করা হয়েছিল ৩ হাজার ৭৭৭টি। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২৯ দশমিক ৪৯ শতাংশ।
অন্যদিকে এদিন করোনায় মৃত্যুবরণ করেছে ১৭ জনের। এর মধ্যে মহানগর এলাকায় ৮ জন ও উপজেলায় ৯ জন। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৩৬ জন।
শুক্রবার (৬ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, হাসপাতালগুলোতে শয্যা সংকট তৈরি হয়েছে। আইসিইউ খালি নেই। এই অবস্থায় চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। সবার প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি।
বাংলাধারা/এফএস/এআই













