বাংলাধারা প্রতিবেদন »
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাঙামাটি জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব (৩২) আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে বরোটার সময় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে আহসান হাবিব মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এসময় তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জানা যায়, আহসান হাবিব গত ৩০ জুন থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্ত্রীসহ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পুলিশ কর্মকর্তা আহসান হাবিব অ্যাজমার সমস্যা ছিল। শারীরিক অবস্থা অবনতি হলে গত ৬ জুলাই আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত সাড়ে বারোটার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আহসান হাবিব ৩৩ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। গত মে মাসে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি লাভ করেছিলেন।
বাংলাধারা/এফএস/এআই













