২৮ অক্টোবর ২০২৫

করোনায় মারা গেছেন সাংবাদিক ইকবালের সহধর্মিনী, সাংবাদিক সমাজের শোক প্রকাশ

বাংলাধারা ডেস্ক »

দৈনিক প্রথম আলো’র মিরসরাই প্রতিনিধি ইকবাল হোসেনের স্ত্রী মুইসুমি সোমা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ১০টার সময় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন করোনার সাথে যুদ্ধ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, মুইসুমি সোমা ১৭ দিন আগে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সোমবার (৯ আগস্ট) সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয়। পরে আজ মঙ্গলবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। মুইসুমি সোমা পূবালী ব্যাংকে কর্মরত ছিলেন।

এদিকে মুইসুমি সোমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। শোক প্রকাশ করেছেন প্রথম আলোর চট্টগ্রাম অফিসে কর্মরত সাংবাদিকবৃন্দ।

এছাড়া শোক প্রকাশ করেছেন, বাংলাধারা সম্পাদক ফেরদৌস শিপন, দৈনিক ভোরের ডাকের স্টাফ রিপোর্টার বিশ্বজিৎ পাল, ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্টান্ডার্ড এর স্টাফ রিপোর্টার শাহাদাৎ হোসেন চৌধুরী, মাসিক মিরসরাইয়ের সম্পাদক নিজাম উদ্দিন, দৈনিক আজাদী ও যুগান্তরের মিরসরাই প্রতিনিধি মাহবুব পলাশ, দৈনিক সমকালের প্রতিনিধি বিপুল দাশ, দৈনিক আজকের পত্রিকার মিরসরাই প্রতিনিধি নুরুল আলম, দৈনিক কালের কণ্ঠের মিরসরাই প্রতিনিধি এনায়েত হোসেন মিঠু, নয়াদিগন্তের মিরসরাই প্রতিনিধি এম মাঈন উদ্দিন, বণিক বার্তার মিরসরাই প্রতিনিধি রাজু কুমার দে, জনকণ্ঠের মিরসরাই প্রতিনিধি রাজিব মজুমদার, চট্টগ্রাম সমাচার সম্পাদক আকাশ ইকবাল, ভোরের কাগজের মিরসরাই প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, দৈনিক ইনকিলাবের মিরসরাই প্রতিনিধি ইমাম হোসেন, মোহনা টিভির মিরসরাই প্রতিনিধি কামরুল ইসলাম, চট্টগ্রাম সমাচার উত্তর জেলা সংবাদদাতা এ.এইচ.সেলিম, বাংলাধারার মিরসরাই প্রতিনিধি সাদমান সময়সহ আরও অনেকে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন